Our Mission : Food, Education, Medicine

Cause Details

causes-image

নিয়মিত দান – আপনার সওয়াবের স্থায়ী সঞ্চয়

অনুদান

Start Date : 10th August 2025

End Date : 31st December 2025

“যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত সেই বীজের মতো যা সাতটি শিষ উৎপন্ন করে, প্রতিটি শিষে থাকে একশত করে দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন।”

(সূরা আল-বাকারাহ ২:২৬১)


কেন নিয়মিত দান করবেন?

  1. > দুনিয়ায় কল্যাণ: আপনার দান অসহায় মানুষের খাবার, চিকিৎসা, শিক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থা করবে।
  2. > আখিরাতে নাজাত: আল্লাহ তায়ালা প্রতিটি সৎ কাজে বহুগুণ সওয়াব প্রদান করেন
  3. > অবিরত সওয়াব (Sadaqah Jariyah): আপনি না থাকলেও আপনার দানের মাধ্যমে চলমান কল্যাণকর্মের সওয়াব অব্যাহত থাকবে।


🕌 মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের কাজ

  1. > এতিম ও গরীবদের জন্য শিক্ষা সহায়তা
  2. > অসুস্থ ও দরিদ্রদের চিকিৎসা সহায়তা
  3. > খাবার বিতরণ ও ইফতার আয়োজন
  4. > বন্যা ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ
  5. > মসজিদ, মাদরাসা ও কূপ নির্মাণ


“নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।” (সহীহ বুখারী, হাদিস নং ৬৪৬৪)


নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।


মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনে নিয়মিত অনুদান তহবিলে নিয়মিত দান করার মাধ্যমে আপনি ফাউন্ডেশনের সকল কল্যাণমুখী কাজের অংশদার হতে পারেন।


Goals

৳25000000

Raised

৳0

Also To Go

৳ 25000000

Not Yet Completed

121 days to go