Our Mission : Food, Education, Medicine
অনুদান
Start Date : 10th August 2025
End Date : 31st December 2025
“যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত সেই বীজের মতো যা সাতটি শিষ উৎপন্ন করে, প্রতিটি শিষে থাকে একশত করে দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন।”
(সূরা আল-বাকারাহ ২:২৬১)
“নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।” (সহীহ বুখারী, হাদিস নং ৬৪৬৪)
নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।
মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনে নিয়মিত অনুদান তহবিলে নিয়মিত দান করার মাধ্যমে আপনি ফাউন্ডেশনের সকল কল্যাণমুখী কাজের অংশদার হতে পারেন।