Our Mission : Food, Education, Medicine

News Details

হাতিয়া ও আশপাশের এলাকাবাসীর জন্য জরুরি ঘোষণা।
card
0 Comments
29th May 2025

হাতিয়া ও আশপাশের এলাকাবাসীর জন্য জরুরি ঘোষণা।বর্তমানে হাতিয়ার সঙ্গে নোয়াখালীর নৌ-যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির কারণে হাতিয়া, ভোলা ও আশপাশের উপকূলীয় অঞ্চলে লঞ্চ ও যাত্রীবাহী নৌযান চলাচল স্থগিত রাখা হয়েছে।জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে প্রায় ২-৩ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।এটি একটি প্রাকৃতিক নিয়মিত প্রভাব, যা সতর্ক সংকেত চলাকালীন প্রায়শই ঘটে। তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।এই সময়ে কেউ সমুদ্র বা নদীপথে যাত্রা করার চেষ্টা করবেন না।প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন।নিজের এবং পরিবারের নিরাপত্তায় সচেতন থাকুন।

0 Comments
Post Comment

Related Post